Balgla Hashir Golpho
একবার কলেজের অডিটরিয়ামে মাদার তেরেসা এসেছিলেন । অনুষ্ঠানটি দেখা নিয়ে হীরালাল আর ভোলানাথের সঙ্গে কথা হচ্ছে — হীরালাল : জানিস , আজ সন্ধ্যায় মাদার তেরেসা আসবেন আমাদের অডিটরিয়ামে । চল না , একসঙ্গে দেখে আসি । ভোলানাথ : না রে ! তুই একাই যা । বাবা আমাকে ইংরেজি সিনেমা দেখতে বারণ করেছেন তো ! ০ ) তিন বন্ধু একটি বিল্ডিংয়ের ১০৮ তলায় থাকে । তারা তিনজন প্রতিদিন লিফট দিয়ে বাসায় আসা যাওয়া করে । একদিন লিফট নষ্ট হয়ে যায় । তাই তাদের সিঁড়ি দিয়ে আজ উঠতে হবে । তখন এক বন্ধু বলল , “ আমাদের মধ্য হতে দুইজন দুইটা হাসির গল্প বলবে , আর একজন একটা কষ্টের গল্প বলবে । তাহলে আমরা গল্পগুলো এনজয় করতে করতে ১০৮ তলায় পৌছে যাব । প্রথম জন একটা হাসির গল্প বলল , তারা ৪৫ তলায় পৌছে গেল । আর একজন আরেকটি হাসির গল্প বলল , তারা ৯৯ তলায় পৌছে গেল । তৃতীয় জন বলল , “ কষ্টের গল্প আর কি বলব , আমার তো ফ্ল্যাটের চাবি নিচে গাড়িতে ফেলে এসেছি !!!” ১ ) শিক্ষক : মশা মাছি অনেক রোগ ছড়ায় , তা...